২৫৫

জ্ঞানের আলো বিলায় যে জন সেই তো মহান,
তার প্রেমেতে মাতোয়ারা সারা জাহান ;
ভাল মন্দের সুক্ষ্ম বিচার সেই তো করতে জানে,
জ্ঞানী সে জন যে জন জানে জীবন বিধান!

২৫৬

সাঁঝের বাতি জ্বেলে সখা করছি আবাহন,
সকল নিয়ম ভেঙ্গে তোমায় করছি নিমন্ত্রণ ;
আলোয় ভুবন ভরিয়ে দিতে একটি বার এসো,
ভালোবেসে সফল করো আমার আয়োজন।