২৭২

মায়ের বুকটা শূন‍্য করে হাসছিস অট্ট হাসি,
ঐ হাসিটা থাকবে না আর মিলবে গলায় ফাঁসি ;
দেশের মানুষ চিন লো তোমায় দেবে না আর ভক্তি,
বুকের ভিতর জমা হচ্ছে ঘৃণা রাশি রাশি।

২৭৩

দুর্বলতা না খুঁজে ভাই সফলতার মন্ত্র দিন,
যে গেছে সে রক্তচোষা তাহার কথা বাদ ই দিন ;
পাশের বাড়ীর দাদারা ও যে বসছে নড়ে চরে,
দেশ বাঁচাতে একটু না হয় হাত বাড়িয়ে দিন।