২১১

জীবনে সফলতা যদি পেতে চাও
সময়ের মূল‍্য তবে তুমি দাও,
যে কোন কাজে তুমি হও আগুয়ান
পরিশ্রমী হয়ে জীবন সাজাও।

২১২

অহমিকা ভুলে তুমি হও মানবিক,
মানুষ হয়েও কেন হবে পাশবিক?
ভুলে গিয়ে সব দ্বিধা হও দানবীর,
তোমার কাছে চাইছি বিনয় অধিক।