২০৯
একটু হাসি একটু সুখ একটু ভালবাসা,
এই তো ছিল চাওয়া মোর এই তো ছিল আশা ;
দূরে থাকার কষ্ট যেন আর না আসে ফিরে,
তার বিরহে জীবনভর দুখ্ সর্বনাশা।
( মাত্রাবৃত্ত )
২১০
বিনি সুতোর মালা দিয়ে বেঁধেছিলে মোরে,
উতল হয়ে দিলেম ধরা তোমার বাহুডোরে।
চাই না আমি রাজার মুকুট তোমায় পেলে কাছে,
কে চায় বলো হারাতে যা পেলাম কপাল জোরে?
( স্বরবৃত্ত )