৩১৯

দূরেই থাকবে যদি মন কেড়ে নিয়ে,
জ্বালাতন কেন করো মিছে আশা দিয়ে?
ছলনার ভালবাসা চাই না তো আর,
এক সাথে থাকি এসো প্রেম সুধা পিয়ে।


৩২০

কাগজে লেখা যে নাম ভুলে গেলে তুমি,
তার কথা মুছে করো শূন্য‍ মন ভূমি ;
তবু কি পেরেছ ভুলে যেতে একেবারে?
ভুলা তো যায় না তারে হলে সাচ্চা প্রেমী।