৩১০

হাড় কাঁপুনি শীত নেমেছে বাংলা মায়ের বুকে,
গরম কাপড় গায়ে দিয়ে ধনী রা আছে সুখে ;
গরীব দুঃখী পায় না কাপড় দুঃখ বারো মাস,
গরম কাপড় দিয়ে ওদের শীতটাকে দাও রুখে।

৩১১

মালিক হয়ে শ্রমিক ভাইকে কেন করো অবহেলা?
ওরাও মানুষ ওদের জীবন নয়তো কোন খেলা!
ন‍্যায‍্য পাওনা দিতে ওদের কেন করো ছলাকলা?
পাওনা ওরা বুঝে পেলে সমাজ হবে মিলন মেলা।