২১৯
কিসের মোহে আজও আছো বিভোর হয়ে!
কিসের আশায় থাকছো পড়ে কষ্ট সয়ে?
ভালবাসার মানুষতো আর রয় না কাছে,
তবু কেন প্রেম ভাবনা যাচ্ছো বয়ে?
২২০
পূর্ণিমাতে চন্দ্র হাসে দূর আকাশে,
তার আলোতে স্নান করে জগত হাসে ;
মুগ্ধ হয়ে চেয়ে দেখি তারার মেলা,
এমন রাতে বন্ধু কেন পরবাসে?