২৪৯
নেশা যখন মাত্রা ছাড়ায় বউকে ডাকি খালা!
আপন যারা ছি ছি করে বলছে এ কোন জ্বালা,
আমার জগত আমার কাছে কেন খোঁচাও মিছে?
নিজের কবর নিজেই খুঁড়ছি দিয়ে মনে তালা!
২৫০
জ্ঞানের ক্ষুধা মাথায় নিয়ে ঘুরছি জগতময়,
ভাবছি আমি জ্ঞানী যারে সে তো জ্ঞানী নয়!
অজ্ঞানতায় কাটাই জীবন কেউ দেয় না ছায়া,
জ্ঞান পাপীদের বিষের ছোঁয়ায় জীবন দুঃখময়।