৩২১
কালো চশমা চোখে দিয়ে আমায় দেখো না,
তখন তুমি আমার প্রেমে দেখবে ছলনা
কালো চশমা কালো দেখায় ভালো কিছু নয়!
কালো চশমায় সাদা খোঁজার এ কোন বাহানা!
৩২২
ডিজিটালের ছোঁয়া লেগে বদলে গেল মানব জীবনধারা,
বদলে গেল এ জগতের প্রকৃতি আর সকল পরম্পরা ;
ভালবাসা প্রেম ভাবনা সবই এখন দেনা পাওনার খেলা,
স্বার্থ বিনে কেউ হাসে না নিজের প্রেমে নিজেই আত্মহারা!