২০৬

নিষেধের সীমারেখা পেরিয়ে এসেছি,
হৃদয়ে প্রেমের দীপ জ্বালিয়ে রেখেছি ;
আলো আঁধারের খেলা চলে সারাবেলা
তবু তোমারই ধ‍্যানে মগন থেকেছি।

২০৭

জীবন আমার আলোয় আলোয় দাও ভরিয়ে,
হৃদয় খুলে ভালবাসা দাও ছড়িয়ে ;
কামনায় মন ব‍্যাকুল প্রেমের সুধা পিয়ে,
কাছে এসে স্পর্শে আমায় দাও রাঙিয়ে।