২৩১

পড়ন্ত এই বিকেল বেলা শূন্য‍ আমার খেয়া,
সবাই গেল সাঙ্গ করে সকল দেয়া নেয়া ;
একলা আমি ঘাটের মরা রইনু পড়ে হেথা,
আপন বলে কেউ কাছে নেই সবই যে আলেয়া!

২৩২

অনেকে অনেক কিছু বলবে তোমায়,
সে কথায় কেন ভুল বুঝবে আমায়!
সব বাঁধা পার হয়ে কাছে এসে দেখ,
কত প্রেম আছে মোর মন যমুনায়!