২৫৯
প্রেমের আলোয় আলোকিত তোমার আমার মন,
যে প্রেম মনের তিয়াস মেটায় বানায় আপনজন ;
সে প্রেম হলো ভালবাসার মায়া মমতার,
সে প্রেম রবে হৃদয় মাঝে সারাটা জীবন।
২৬০
অন্ধকারে রইলি পড়ে খুঁজলি না তুই জ্ঞানের আলো,
বুঝলি না তুই আজও ওরে কোনটা মন্দ কোনটা ভালো ;
বিবেক যে তোর কয় না কথা ভালো মন্দের হিসেব করে,
তাই কি রে তোর হৃদয় হতে মায়ার বাঁধন টুটে গেলো!