৩২৫

দেখেছিলাম তোমার চোখে ভালবাসার বিচ্ছুরণ,
শুনেছিলাম কণ্ঠে তোমার কম্পিত সে উচ্চারণ ;
স্পন্দিত হৃদয়ের সে আবাহন আমায় উতলা করে,
জ‍্যোৎস্না ধোয়া গভীর রাতে হারায় আমার মন।

৩২৬

তুমি যখন দূরে থাকো অমাবস্যা‍ নামে আমার চোখে,
তোমার দেখা পায় না বলে হৃদয় আমার সদাই কাঁদে শোকে ;
ভালোবাসা দিলে যখন কেন তবে দূরে সরে রও?
কাছে এলে থাকো তুমি পূর্ণিমার চাঁদ হয়ে অন্তর্লোকে।