জানি একদিন আজরাইল আসবে প্রাণটা নেবে কেড়ে,
যেতে হবে চলে সেদিন প্রিয় এ ভুবন ছেড়ে ;
কারো মনে কি পড়বে সেদিন আমার স্মৃতি কথা?
জীবনের শেষ প্রহরে হায় মৃত‍্যু আসে তেড়ে।




আজরাইল - প্রাণ সংহারকারী ফেরেশতা, যমদূত