১৯৪

হৃদয় আমার আকুল হয়ে খুঁজে প্রেমের পেয়ালা,
সুরা সাকী র সঙ্গে চাইছি যে ক্ষণ নিরালা ;
মনে আশা করবো আজ মিলন বাসর রচনা,
ভালবাসা দেব সখী হৃদয় করে উজালা।

১৯৫

আশার আলো জ্বালিয়ে বুকে কোথায় তুমি লুকালে
ওগো সাকী প্রিয় সখী এ কোন প্রেমে ভাসালে
স্বপ্ন আমার ভেঙ্গে গেল তোমার দেয়া বিরহে,
আলো ছায়ায় ভরিয়ে হৃদয় আমায় কেন কাঁদালে!