২৪৩

তোমার ধ‍্যানে আল্লাহ্ আমার হৃদয় আত্মহারা,
তোমার প্রেমে মজনু আমি হয়ে পাগলপারা ;
তোমার দেয়া পথের দিশা হারাই বারে বারে,
তাই তো আমি খুঁজে বেড়াই সত‍্য জীবনধারা।

২৪৪

আল্লাহ্ তুমি দয়ার সাগর নিদান কালের সঙ্গী,
তোমার পথে চলবো আমি চাইনা হতে জঙ্গি ;
সাম‍্য মৈত্রী আনতে ধরায় কোরান হাদিস মানবো,
সত‍্য ন‍্যায়ের পথে চলতে তুমিই অনুষঙ্গী।