২৪৫

যৌবনে আজ ঢেউ উঠেছে উথালপাতাল মন,
প্রিয়ার চোখে অশ্রু বারী হৃদয় উচাটন ;
হৃদয় মাঝে সদাই চলে প্রেম বাসনার ঝড়!
তারে নিয়ে স্বপ্ন দেখার এই তো শুভক্ষণ।

২৪৬

আমার পানে তাকাও যখন তুমি দু’চোখ মেলে,
ভাবি তখন প্রেমে পড়বো তোমায় কাছে পেলে ;
হাসিমাখা মুখটি তোমার ভীষণ ভালোবাসি,
প্রেমের ক্ষুধা মিটবে আমার তুমি কাছে এলে।