২৫৭

আষাঢ়ে বাদল নামে ঝম্ ঝম্ ঝম্,
জীবন থমকে দাড়ায় থম্ থম্ থম্ ;
মুঠোফোনে তবু চলে ভাব বিনিময়,
কথা হবে যতক্ষণ আছে তার দম!

২৫৮

ঝড়ের রাতে সঙ্গী বিহীন ভয়ে কাঁপে বুক,
প্রিয়জনকে কাছে পেতে মন আমার উন্মুখ ;
ডাকি তারে সংগোপনে থাকতে কাছাকাছি,
ঝড় বাদলে সঙ্গী পেলে অন্তরে পাই সুখ!