১৯৮

অবুঝ এ মন সবুজ হবে তোমার ছোঁয়া পেলে,
হৃদয় আমার ভরবে আলোয় তুমি কাছে এলে ;
তুমি আমার আশার আলো আমার প্রাণ প্রদীপ,
প্রেমের আগুন জ্বেলে কোথায় যে হারিয়ে গেলে!

১৯৯

ঝড়ের আভাস সাগর তাইতো উদ্দাম উত্তাল,
নিভে গেল জ্বালানো সব আলোর মশাল ;
উঠলো যে ঝড় লোকালয় হায় হবে তছনছ,
বিধাতার ঐ ক্রোধ না জানি কি হবে হাল!

২০০

নই তো আমি খৈয়াম হাফিজ আমি অভাগা শহীদ,
অপদার্থের তকমাধারী অ কবি যথাবিহিত :
সুরা সাকি সঙ্গী আমার তাই তো বেঁচে আছি,
প্রেমের প্রদীপ জ্বেলে যাব যতই করো রহিত!