১৮৬
হৃদয় আমার ব্যাকুল তোমায় কাছে পেতে চেয়ে,
অঙ্গ আমার উঠলো কেঁপে তোমার পরশ পেয়ে;
চাই না আমি রাজ সিংহাসন চাইনা সোনার তাজ,
তোমায় নিয়ে কাটাতে চাই হর্ষে নেচে গেয়ে।
১৮৭
আগুন লেগেছে প্রাণে তুমি নেই কাছে,
বিরহের সুর সদা মনে জেগে আছে ;
তোমার পরশ স্মৃতি ভুলিব কেমনে?
কি যে ব্যথা প্রাণে মোর বলিনি তা লাজে!