রঙ মেখে আজ সঙ সেজেছো
করছো কত ঢঙ,
জানাজানি হয়ে গেছে
সবই তোমার ভড়ং!

বন্ধু সেজে কাছে এসে
করছো তুমি ছল,
সুযোগ পেলেই মারছো চাটি
খুশি চাটার দল।

দেখে শুনে বুঝে গেছি
কেন মাখলে রঙ,
দ্বন্দ্ব বিভেদ ছড়িয়ে দিয়ে
বাঁধাও শুধু জঙ্।

যতই করো রঙ তামাশা
আমরা তাতে ভুলবো না,
ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে
আমরা তো আর মরবো না।