ফুল ফুটেছে বনে,
রঙ লেগেছে মনে ;
বউ কথা কও পাখি,
করছে ডাকা ডাকি ।
প্রেমের দোলা লাগে,
হৃদয়ের গুল বাগে ;
লাজুক মেয়ের হাসি,
বড্ড ভালবাসি।
মেয়ের বয়স কুড়ি,
মন করলো চুরি ;
আনবো তারে ঘরে,
নেবো আপন করে।
প্রাণ ঢালা প্রেম দেবো,
কাছে টেনে নেবো ;
রইবে না সে দূরে,
থাকবে হৃদয় জুড়ে।
রঙ ধরিয়ে মনে,
লুকিয়ে রয় বনে ;
সে যে বনফুল,
চিনতে হয়না ভুল।