রোজার শেষে চাঁদ উঠেছে
ঈদ এসেছে ধরায়,
আজকে খুশীর বান ডেকেছে
প্রাণটি সবার জুড়ায়।
খোকা খুকু বেজায় খুশি
নতুন জামা পেয়ে,
ঈদ গাহেতে যাবে তারা
আনন্দের গান গেয়ে।
দান ছদকায় গরীব দুঃখী
হয়েছে আজ খুশি,
তাদের মুখে হাসি দেখে
হাসে রবি শশী।
ঈদের দিনে বুক মেলাবে
সকল ধনী গরীব,
হিংসা ভুলে আনন্দেতে
থাকবে সবাই সজীব।
সবাই মিলে এক কাতারে
পড়বে ঈদের নামাজ,
সাম্য মৈত্রী ভাবনাতে আজ
গড়বে সুখী সমাজ।