২৮৮

জোনাকি তার নিজের আলোয় পথ চলে,
হিমায়িত রাতের বিরুদ্ধে আগুন হয়ে জ্বলে!
সে পার্থিব জিনিসের মত ছাই হয়ে যাবে,
একটি বিশুদ্ধ ঐশ্বরিক ক্ষমতার বলে।

২৮৯

এসো, পেয়ালা পূরণ কর বসন্তের আগুনে!
শীতের পোষাক খোলো অনুতাপের উনুনে ;
কোকিলের ডাকে এতটা ব‍্যাকুল কেন হলে!
অবশেষে চৈত্র হাওয়ায় হাহাকার জাগে প্রাণে।

২৯০

প্রতিটি আত্মা যা পরিমার্জিত হয়েছে
অথবা পরিমার্জনকে অতিক্রম করেছে,
প্রেমিকের চোখ ও আত্মা পরিশুদ্ধ করে
হতাশাকে জয় করে পথ চলা শিখেছে।