২৬৮
শিক্ষক যদি শিক্ষা দানে করেন গাফিলতি,
দুর্নীতি আর পদে থাকতে করেন রাজনীতি ;
নিয়ম মাফিক যদি না দেয় সঠিক পাঠ্যদান,
যোগ্য সম্মান পায় কি করে ভুললে নিয়ম নীতি!
২৬৯
শিক্ষা দেবে জ্ঞানের আলো করবে বিবেকবান,
যদি থাকে শিক্ষাগুরুর সঠিক নীতি জ্ঞান ;
ছাত্র শিক্ষক গড়ে তুলবে ভক্তি স্নেহের বাঁধন,
শিক্ষকদেরকে দিতে হবে যথাযোগ্য সম্মান।