২২৭

শেষ ঠিকানা খোঁজে অশরীরী অস্তিত্বে বিশ্বাসী মন,
অসীম আকাশের পানে চেয়ে ভাবে কে করেছে সৃজন!
শেষের কবিতা পড়া আর হবে না তার বুঝেনি সে,
জন্ম থেকে মৃত‍্যু আদ‍্যোপান্ত যেন ক্ষণিকের আয়োজন!

২২৮

দুঃখের নদীর উজানে আজ ভাসাই খুশীর নাও,
প্রেমের পরশ দিয়ে তুমি হৃদয় রাঙিয়ে দাও ;
সব হতাশা ঘুচায়ে আমার জীবন ধন‍্য করো,
হতাশাতে জীবন পোড়াই তাই কি তুমি চাও?