২১৩

অমল ধবল কোমল তনুর অঙ্গ তোমার,
রঙ্গ রসে ভরাও তুমি হৃদয় সবার ;
তোমার নয়নে নয়ন রেখে কথা বলি,
প্রেম বাগানের ফুলের কলি তুমি আমার!

২১৪

দুঃখ দিনের সহায় আমি তোমায় মানি,
জানি প্রিয়া তুমি ভিষণ অভিমানী ;
যখন তোমার পাই না দেখা কান্না আসে,
তোমায় ছাড়া ভরে না মোর হৃদয়খানি।