২১৭
আমি লিখে যেতে চাই কিছু কাব্য কথা,
যে কথা ভুলিয়ে দেবে সব দুঃখ ব্যথা ;
রেখে যেতে চাই কিছু নিজস্ব ভাবনা,
যা দেখাবে দিশা মোরে বলে স্মৃতি কথা।
২১৮
আগুন নিয়ে খেলো না পুড়ে যাবে হাত,
জেনে বুঝে কারো মনে দিও না আঘাত ;
কষ্ট পাবে নিজে হলে দুঃখের কারণ,
ছলনা দিয়ে প্রেমেতে করোনা ব্যঘাত!