২৩৩

আল্লাহ্ তুমি মালিক প্রভু করি তোমার ইবাদত,
প্রভু তুমি দয়ার সাগর চাইছি তোমার রহমত ;
মাগফেরাতের কামনাতে করছি নামাজ রোজা,
হজ্জ করে যাকাত দিয়ে পাই নাজাতের আলামত।

***
রহমত-দয়া করা
মাগফেরাত- পাপমোচন বা ক্ষমা করা
নাজাত- সকল শাস্তি থেকে মুক্তি দেয়া

২৩৪

কলেমা পড়ে এক আল্লাহে ঈমান এনেছি,
নামাজ কায়েম করে মোরা জীবন গড়েছি ;
অন্তরে তাই ধারণ করি আল কোরানের বাণী,
হজ্জ যাকাত রোজা করে মুক্তি চেয়েছি।

২৩৫

মুহাম্মদ মোস্তফা নবী কামলি ওয়ালা,
তিনি হলেন নূরে মুহাম্মদ ছাল্লে আলা ;
শ্রেষ্ঠ তিনি, তিনি ই আবার শেষ নবী,
ভরিয়ে দাও গো আল্লা প্রেমের পেয়ালা।