গ্রীষ্ম কালে তাপদাহ বর্ষাকালে বৃষ্টি ,
শরতে স্নিগ্ধ হাওয়া ফোটে কাশফুল ;
হেমন্তে ধানের ক্ষেতে খুশিতে আকুল ,
শীত বসন্ত মনেতে জাগে প্রেম দৃষ্টি ।
ষড়ঋতুর এই যে রূপের বাহার
দেখি মোরা তারে এই বাংলার বুকেতে ,
প্রকৃতির দান পেয়ে থাকি যে সুখে তে
হাসি কান্নায় ঘেরা এ স্বদেশ আমার ।
প্রকৃতি দিয়েছে যারে দুটি হাত ভরে,
সবুজ শ্যামলে ভরা বন ছায়াবিথী,
ছয় ঋতুতে ছয়টি আসে নয়া তিথি ;
বাংলার প্রকৃতি দেয় প্রশান্তি অন্তরে।
কত রূপ হেরি তার ঋতু চক্র মাঝে,
ফুলে ফলে সুশোভিত অপরূপ সাজে।