দিন আসে দিন যায় আমরা ক’জন
কবিতার চাষি বীজ বুনেছি এখানে,
যেখানে এখন চলে কাদা ছোড়াছুড়ি
বন্ধুত্বের ঋণ শোধ হয়না যেখানে।

রাত কাটে ঘুমহীন শঙ্কা লয়ে বুকে
সময়ের স্রোতে ভেসে আসে অন্ধকার
আলো ফুটবে কখন সেই প্রত‍্যাশায়
প্রেমের বাণী শুনাই করি হাহাকার।

চারিদিকে অনিয়ম চরম হতাশা
দুঃখ আছে বস্তা ভরা প্রকাশ করি না
বলি কারে শুনবে কে খুঁজেও পাই না
চর্চা শুধু পরনিন্দা নিজেকে দেখি না।

এমন করে কাটাবো আর কতদিন?
ভাল হবো অঙ্গীকারে শোধ হবে ঋণ।