এ রাত কি আর পোহাবে না?
আঁধার বুঝি আর কাটবে না!
উঠে নি চাঁদ নিভু নিভু তারা,
নেই জোনাকির টিপ টিপ আলো ;
যাযাবর মন আজ দিক হারা,
আঁধারে এ মন নেই মোটে ভালো!
নির্ঘুম রাত কি আর শেষ হবে না?
স্বপ্নেরা আর বুঝি ধরা দেবে না!
রাতভর জেগে আছি নিয়ে প্রত্যাশা,
এই বুঝি ভোর হয় নব সূর্যোদয় ;
আঁধার কেটে যাবে মনে জাগে আশা,
হৃদয়ে নেই আর পথ হারাবার ভয়।