বায়ান্নোর ফেব্রুয়ারি একুশ তারিখ,
রক্তে মাখা বর্ণমালা বাংলার মাটিতে ;
মায়ের ভাষা বাংলার সম্মান রাখিতে ,
ঝরে যায় কত প্রাণ জানি না সঠিক!
রাষ্ট্র ভাষা বাংলা হবে দাবী বাঙ্গালীর,
যে ভাষায় কথা বলে পাই মনে শান্তি,
যে ভাষায় গান গেয়ে দূর করি ক্লান্তি ;
সহে নি তা পাকিস্তানী হায়েনা বর্গীর!
উর্দু হবে রাষ্ট্র ভাষা ঘোষণা জানায়,
প্রতিবাদে আন্দোলনে নেমেছে বাঙ্গালী,
রাষ্ট্র ভাষা বাংলা চাই অন্য কিছু নয় ;
ঢাকায় মিছিলে চলে নির্বিচারে গুলি!
ছাত্র জনতা সেদিন প্রাণ দিয়েছিল,
তবু মায়ের ভাষার মান রেখেছিল।