বেঁচে থাকা নয় রে কঠিন থাকলে মনের জোর,
শক্ত হাতে দূর করে দাও অমানিশার ঘোর ;
সত্যকে নাও আপন করে
মিথ্যাকে দাও ঠেলে দূরে,
ভয় পেয়ে থেকো নাকো দিয়ে ঘরের দোর।
মৃত্যু যখন আসবে কাছে কেউ কি তারে রুখতে পারে?
বাস্তবতা মেনে নিয়ে সবাই তখন দুনিয়া ছাড়ে,
কেউ রবে না সাথী তখন
মৃত্যু স্বাদ মিলবে যখন,
ঈমান থাকলে আল্লাহ দেবেন পরকালে মুক্তি তারে।