আলোহীন পথে কত আর ছুটবো!
বিবেকের তাড়নায় পথে নেমেছি,
রাতকানা হয়ে কতকাল থাকবো?
আলোহীন পথে কত আর ছুটবো!
জুলুমের বিষদাঁত আজ ভাঙ্গবো,
প্রতিরোধের প্রত‍্যয়ে জেগে উঠেছি ;
আলোহীন পথে কত আর ছুটবো!
বিবেকের তাড়নায় পথে নেমেছি।