দিলে যে প্রতিশ্রুতি তাকে বৃথা হতে দিও না,
তাই বিশ্বাসী হও, চোখে চোখ রেখে বলো কথা ;
কাছে থাকো ভুল বুঝে প্রিয়া দূরে সরে যেও না,
দিলে যে প্রতিশ্রুতি তাকে বৃথা হতে দিও না।
আকাশে জমেছে মেঘ হৃদয়ে তার ছায়া ফেলো না,
অভিমানী মন টাকে দিও না আর বিরহ ব্যথা ;
দিলে যে প্রতিশ্রুতি তাকে বৃথা হতে দিও না,
তাই বিশ্বাসী হও, চোখে চোখ রেখে বলো কথা।