প্রতিহিংসার আগুনে পুড়ছে স্বদেশ,
চারিদিকে রক্তস্রোত মৃত্যু বিভিষিকা,
প্রতিশোধের আগুনে দীপ্ত অগ্নিশিখা ;
দেশ প্রেম নেই আছে ক্ষোভ অনিমেষ।
যে ছবি অঙ্কিত ছিল হৃদয়ে সবার,
কারো মনে ছিল আশা বাসা বাধিঁবার,
কারো মনে জাগে তৃষ্ণা প্রেম করিবার ;
সবই বুঝি ছিল তা মোহ ভাবনার!
ব্যর্থতার গ্লানি এসে মনকে কাঁদায়,
মূহুর্তে ফুড়িয়ে যায় সব প্রয়োজন,
তাই বুঝি বৃথা গেল সব আয়োজন :
যত স্বপ্ন ছিল সব নিমিষে হারায়।
আলো আধাঁরের এই লুকোচুরি খেলা,
রক্তাক্ত স্মৃতিচারণে কেটে যাবে বেলা।