বৈশাখে ঝড় নেই
নেই বজ্রের গর্জন,
আকাশে মেঘ নেই
নেই ঘন বর্ষণ!

সূর্য যেন জ্বলছে
রোদে দেহ পুড়ছে,
তাপ দাহ বাড়ছে
ঘাম শুধু ঝরছে।

খাল বিলে জল নেই
নদীতে স্রোত নেই,
কৃষকের কাজ নেই
গরীবের ভাত নেই!

গ্রীষ্মের খর তাপ
প্রতিদিন বাড়ছে,
প্রকৃতির অভিশাপ
ঠিক বুকে লাগছে।