আকাশের বিশালত্ব অপার সৌন্দর্য,
তৃণ ভূমিতে সবুজ শ‍্যামল প্রচ্ছায়া,
মানব হৃদয়ে আনে প্রেমের ঔদার্য ;
প্রকৃতির গানে কত নির্মল হাওয়া।

আকাশের ঐ বিশাল উষ্ণ আলিঙ্গনে
জীবনের উচ্ছলতা উন্মোচিত হয়,
প্রকৃতির অপরূপ সৌন্দর্য সেখানে
প্রেমের পরশ দেয় সারা বিশ্বময়।


সুউচ্চ পাহাড় থেকে সমুদ্রের ঢেউ,
মরু প্রান্তর থেকে ঐ সবুজ বনানী ;
সব এক সুরে বেঁধে দিয়েছেন কেউ,
সুর্যাস্তের ক‍্যানভাসে বিদায়ের বাণী!

জীবন নতুন করে প্রস্ফুটিত হয়,
প্রতিটি হৃদস্পন্দনে প্রকৃতির জয়।