প্রকৃতির গানে থাকে নিরবধি সুর,
মেঘ পাখি উড়ে যায় দূর বহু দূর ;
প্রতিটি হৃদয়ে থাকে প্রকৃতির ডাক,
রাতে শুনি থেমে থেমে শেয়ালের হাক।

উত্তাল সাগরে ঢেউ ওঠে অবিরত,
নদী মেলে মোহনায় যেন তার ব্রত ;
কল কল ছুটে চলা ঝর ঝর জল,
বরষা বাদলে নামে পাহাড়ের ঢল।

ধান ক্ষেতে খেলা করে শালিক চড়াই,
তাপ দহে বট তলে সুখ খুঁজে পাই ;
পাহাড়ের কোল ঘেসে সবুজ বনানী,
গোধূলি বেলায় শুনি বিদায়ের বাণী।

নির্ঝর বয়ে যাওয়া চিরচেনা ঝর্ণা,
রূপসী এই বাংলার রূপ যে অন‍ন‍‍্যা।