অকারণে হয় না কিছু
কেন করো পুকুর চুরি?
অল্পবিদ্যা ভয়ংকরী
দেখাও যত জারিজুরি।
অসি থেকে মসি বড়
শিক্ষা দিক্ষায় জীবন গড়ো,
কর্ম গুনে কেষ্ট মেলে
অলসতায় কষ্টে মরো।
নুন আনতে পান্তা ফুরায়
এমন জীবন কে বলো চায়?
হেলা খেলায় কাটলে জীবন
দুঃখ ছাড়া আর কি সে পায়!
বিপদে যায় বন্ধু চেনা
না চিনে কেউ মন দিওনা,
অন্ধ বিশ্বাস কেউ করো না
অন্ধকারে ঢিল ছুড়ো না