অতি বেশী সন্ন‍্যাসীতে গাজন নষ্ট হয়,
আঁটা আঁটি হলে থাকে লাঠালাঠির ভয় ;
ইশারাতে বুঝা গেলে কাজ হতে আর কতক্ষণ,
ঈদের খুশী মনে জাগে মিটলে সব প্রয়োজন!
উঁচু মনের মানুষ যে জন করে না সে কোন ছল,
ঊনু ভাতে দুনো বল আর অতি ভাতে রসাতল।
ঋণ করা ভাল নয় রে ঋণের শেষ রাখতে নেই,
এই সংসার ধোঁকার টাটি তারে হেলা করতে নেই ;
ঐশ্বর্য হয় পরিশ্রমে কঠিন যে তার রক্ষণ,
ওজন বুঝে চলবে যখন ঔষধে ধরবে তখন!