কথায় কথায় কথা বাড়ে ক্রোধে ওঠে ঝড়,
খাজনার চেয়ে বাজনা বেশী বিরান আপন ঘর!
গভীর জলের মাছ হয়ে কি থাকবে চিরকাল!
ঘরে বসে কেল্লা ফতে না যদি হয় বেসামাল।
চক চক করলে হয় না সোনা সবার সেটা জানা,
ছকরা নকরা করে যে জন চক্ষু থাকতে কানা।
জন্ম নিলে মরতে হবে অমর তো কেউ নয়,
ঝোপ বুঝে যে কোপ মারে সে পায় না কভু ভয়।
টাকা ছাড়া যায় না চলা টাকায় করে সর্বনাশ,
ঠেলার নামে বাবাজী তাই বাঘেও খায় ঘাস!
ডুবে ডুবে পানি খেয়ে সুবিধা নেয় বারবার,
ঢাল তলোয়ার কিছু নেই, সে নিধিরাম সর্দার।