বিত্ত থেকে চিত্ত বড়
এই কথাটি মনে রেখ,
নুন আনতে পান্তা ফুরায়
গরীব দুঃখীর কষ্ট দেখ।

ভীরু যারা মরে তারা
মরার আগে বার বার,
বুকে আছে সাহস যাদের
তারা মরে এক বার।

ইচ্ছে থাকলে উপায় মেলে
বুদ্ধি গুনে সফল হয়,
পরিশ্রমের বিকল্প নাই
তাতেই আসবে জয়।

ঈশান কোনে মেঘ জমেছে
আসছে ধেয়ে ঝড় তুফান,
শক্ত হাতে হাল না ধরলে
অকালে ঝরবে কত প্রাণ!

উছল নদীর কলকলানি
উচিৎ কথার ভাত নাই,
ভীরু মনের ধুকধুকানি
মিষ্টি কথায় ঘর পাই ।