গায় মানে না আপনি মোড়ল
মিছেই তারা হাসে,
পাছে লোকে কিছু বলে
তাতে কি যায় আসে?
অগা লোকের ঝকমারি কাজ
বাধায় গণ্ডগোল,
অতি দর্পে হত লঙ্কা
যতই মিষ্টি বোল্!
অতি চালাকের গলায় দড়ি
করে অনাচার,
অতি বোকার পায়ে বেড়ি
করে হাহাকার!
অসার করে তর্জন গর্জন
ফলাফল তার শূন্য‍,
মিথ‍্যে বলা তো মহাপাপ
হয় না তাতে পূণ্য।