সুখের সাথী তো সবাই হয়,
দুঃখের দিনে ক’জন কাছে রয়!
বিপদে যায় বন্ধু চেনা,
গরীবের বন্ধু কেউ থাকে না!
অনিত্য এ ঘর সংসার,
তুমি কে হও, কে বা তোমার?
আমির যে ভাই সকালবেলা,
ফকির সে ই হয় সন্ধ্যাবেলা।
সময় গুনে আপন পর
খোঁড়া গাধার ঘোড়ার দর,
ঠিক সময়ের একফোঁড়
অসময়ের দশফোঁড়!