তিল কে করে তাল মানুষ গুজব দেয় ছড়িয়ে,
থোঁতা মুখটা ভোঁতা করে ভিতটা দেয় নাড়িয়ে ;
দশে মিলে করি কাজ তাই হারজিতে নাই লাজ,
ধর্মের কল যে বাতাসে নড়ে যতই হও চালবাজ।
নড়তে চড়তে বারো মাস জীবন ভর তার দীর্ঘশ্বাস,
পকেট ভারী জীবন হালকা পকেট খালি নাভিশ্বাস ;
ফুলের গায়ে যে মূর্ছা যায় ফিকিরে সে ফকির হয়,
বজ্র আঁটুনি ফস্কা গেরো বক ধার্মিকে জীবন ক্ষয়।
ভাই বড় ধন রক্তের বাঁধন পৃথক হয় নারীর কারণ,
মুখে মধু মনে যার বিষ তারে বন্ধু করা বারণ ;
যত গর্জে তত বর্ষে না, জ্ঞানী লোকে পথ দেখায়,
রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খাগরার প্রাণ যায়!
লাফিয়ে চাঁদ ধরতে চাই,লঘু পাপে গুরুদন্ড পাই,
শত্রুর মুখে ছাই, শত্রুর শেষ রাখতে নাই ;
সংসার সুখের হয় রমণীর গুনে না করিলে ছল,
হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল!