পিপিলিকার পাখা গজায়
মরিবার তরে,
অতি বাড় যে বাড়ে সে তো
উড়ে যায় ঝড়ে!
গাছে কাঠাল দেখে যারা
গোফে মাখে তেল,
দুষ্টু লোকে ভাঙ্গে তখন
তাদের মাথায় বেল।
নিজে যারে বড় ভাবে
সে তো বড় নয়,
কর্মগুনে সব মানুষের
করো হৃদয় জয়।
আমাদের বাংলা ভাষায় অনেক প্রবাদ প্রবচন মানুষের মুখে মুখে প্রচলিত আছে যেখানে রয়েছে মানুষের জন্য নানা মুখী শিক্ষা ও উপদেশ, ঐগুলো বর্তমান সময়ের প্রজন্মের কাছে কাছে তুলে ধরার জন্য আমার এ কাব্য প্রয়াস ; কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা।