অতি পুরাতন ভাবনা তোমার
পুরাতন অনুভূতি,
হৃদয়ে তোমার সদা জেগে রয়
পুরানো সকল স্মৃতি।
নতুন তোমার ভাবনা বাড়ায়
দেখছো সেথায় দ্রোহ,
পুরানো যা কিছু তাই নিয়ে করো
তুমি সংস্কারের মোহ।
পুরানো সকল ধ্যান ধারণাকে
আজও পুষছো মনে,
আজ বুঝি তাই দিচ্ছে ঠেলে দূরে
তোমার আপন জনে!
তুমি আজ ক্লান্ত পথিক মানছি
তাই কি হারালে গতি?
প্রবীণ হৃদয়ে নতুন দিনের
ছড়াও নবীন দ্যুতি।
নবীনের তরে ছেড়ে দাও ভূমি
হও তুমি সহযোদ্ধা,
পুরাতন ধ্যানে রবে না কেহই
জগতের যত বোদ্ধা।
অভিজ্ঞতা দিয়ে তুমি নতুনেরে
দেখাও সঠিক পথ,
নব চেতনায় নবীন সাথী রে
গড়ে দাও মনোরথ।