অকারণে হই চৈ করে আহাম্মক,
অতি লোভে ক্ষতি হবে মারাত্মক ;
চোর না শোনে কভু ধর্মের কাহিনী,
একতাই বল জানে পিঁপড়া বাহিনী।
মিথ্যা বলা মহাপাপ তবু মানুষ বলে,
ধুমপান ক্ষতি জেনেও করে দলে দলে ;
অতীত থেকে শিক্ষা নিয়ে দেখে শুনে চলো,
চলার পথের সকল বাধা পায়ে পায়ে দলো।
অধিক সন্নাসীতে গাজন নষ্ট হয়,
বুকে থাকতে ধম্ কিসের এত ভয়?
অন্যের মন্দ খুঁজে বেড়াও নিজেরটাতো দেখো না,
নিজের স্বার্থ ভালই চিনো অন্যের ভালো চাও না!
আর কতকাল থাকবে হয়ে বেড়াল তপস্বী?
বুকের ভিতর লোনা পানি বাইরে সাহসী!
থাকে যদি জনবল তো ধরে রাখো মনোবল,
সাত সমুদ্র পারি দেবে ছেড়ে মায়ের আঁচল।
একবার না পারিলে দেখ শতবার,
ধৈর্য গুনে খুলে যাবে ভাগ্যের দ্বার!